এনভিডিয়া এআই চিপে ওভারহিটিং সমস্যা
এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল এআই চিপে ওভারহিটিং (অতিরিক্ত গরম হয়ে যাওয়া) সমস্যা দেখা দিয়েছে। এই চিপগুলো ব্যবহার করে তৈরি সার্ভারগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে তাদের নতুন ডেটা সেন্টার সময়মতো কাজ করবে কিনা। দ্য ইনফরমেশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ব্ল্যাকওয়েল গ্রাফিক্স প্রসেসিং ইউনিটগুলো যখন সার্ভার র্যাকগুলোতে ৭২টি চিপ পর্যন্ত যুক্ত করা হয়, তখন তাপমাত্রা বাড়ার সমস্যা দেখা দেয়। এনভিডিয়া কর্মী ও সরবরাহকারীদের মতে, চিপ নির্মাতা বেশ কয়েকবার র্যাক ডিজাইনে পরিবর্তন এনেও সমস্যার সমাধান করতে পারেননি।
এনভিডিয়ার একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এই ধরনের পরিবর্তন স্বাভাবিক এবং প্রত্যাশিত।”
গত মার্চ মাসে নতুন ব্ল্যাকওয়েল চিপগুলো উন্মোচন করা হয়। এর আগে দ্বিতীয় প্রান্তিকে সরবরাহের কথা বলা হলেও, বিলম্বিত হওয়ার কারণে মেটা, গুগল এবং মাইক্রোসফটের মতো গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে পারে।
নতুন চিপগুলো এনভিডিয়ার আগের মডেলের চেয়ে ৩০ গুণ দ্রুতগতির। এটি বিশেষত চ্যাটবটের উত্তর প্রদানের মতো কাজে উন্নত কর্মক্ষমতা প্রদান করে।
ডিবিটেক/বিএমটি







